বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, ২৬টি অবৈধ দোকান উচ্ছেদ

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
৮ ঘণ্টা আগে

নোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজার সংলগ্ন পরিষ্কার বাজার থেকে হারিছ চৌধুরী বাজার পর্যন্ত হারিছ চৌধুরী বাজারের পাশে হাবুর খাল দখল করে গড়ে ওঠা ২৬টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ মে) কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন। সাথে ছিলেন বিএডিসির  সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেন। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় হাবুর খাল দখল করে নির্মিত দোকানগুলো ভেঙে দেওয়া হয়। বহুদিন ধরে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে থাকায় স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছিলেন।

এ প্রসঙ্গে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন বলেন,“সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। হাবুর খাল কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে সুবর্ণচরের অন্যান্য দখল হওয়া খালও উদ্ধার করা হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।”

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আব্দুল বারী বাবলু বলেন,“দীর্ঘদিন ধরে হাবুর খালটি দখল করে রাখা হয়েছিল। আমরা বারবার দাবি জানিয়েছিলাম দখলমুক্ত করার জন্য। আজকের অভিযান প্রমাণ করেছে, প্রশাসন চাইলে পরিবেশ রক্ষা করা সম্ভব।”

স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, “এই খাল থেকে জমিতে পানি দিতাম। খাল দখলের কারণে কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছিল। এখন খাল মুক্ত হওয়ায় চাষাবাদে উপকার হবে।”

এর আগে গত শনিবার ও রবিবার কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সুবর্ণচরের পানি সংকটাপন্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা নদী ও খালের উৎসস্থল ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় সচিবরা দখল হয়ে যাওয়া খাল ও নদী উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনকে তাগাদ দিয়ে বলেন, “প্রাকৃতিক পানির উৎস রক্ষা না করলে কৃষি ও সেচব্যবস্থা টেকসই হবে না। প্রশাসনকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

স্থানীয় জনগণ ও পরিবেশকর্মীরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান এবং আগামী দিনগুলোতে আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানান।

হৃদয় এক স্বপ্ন জয়ের নাম; নির্মাণ শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

আপনার মতামত লিখুন