
ফাইল ছবি
অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে রেমিট্যান্স আহরণে শীর্ষে অবস্থান করছে। ব্যাংকটির উন্নত গ্রাহকবান্ধব সেবা, ডিজিটালাইজড প্রযুক্তি, সর্বোপরি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের গতিশীল নেতৃত্বের কারণেই ব্যাংকটি তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
রেমিট্যান্সের এই প্রবৃদ্ধিকে আরো বেগবান করার জন্য, বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনয়নের জন্য, প্রবাসীদের ব্যাংক হিসাবের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করার জন্য ২৭-০৯-২০২০ ইং তারিখ থেকে সরকার ঘোষিত ২% এর অতিরিক্ত ১% হারে বোনাস/প্রনোদনা ব্যাংকের নিজস্ব তহবিল হতে প্রদান করার জন্য সংশ্লিষ্ট শাখা,অঞ্চল, বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোনাস উৎসব চলতে থাকবে। উল্লেখ্য ইতোঃপূর্বে গত ৭জুলাই থেকে ১৩ আগষ্ট পর্যন্ত ৩% বোনাস দেওয়া হয়েছিল গ্রাহকদের যার সুবিধা পেয়েছেন গ্রাহকগণ, বেড়েছে অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স প্রবাহ।
আপনার মতামত লিখুন