শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

ওয়ালটনের অর্ধবার্ষিকে মুনাফা ৬৪৬ কোটি টাকার বেশি

অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির অর্ধবার্ষিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৪৬ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৬৯১ টাকা, যা আগের বছরের তুলনায় ৩০ কোটি টাকা বেশি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে তা প্রকাশ করা হয়।

আগের বছরের অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর, ২০১৯) কোম্পানির কর পরবর্তী মুনাফা ছিল ৬১৬ কোটি ২৮ লাখ ১ হাজার ৪৬৭ টাকা। সে হিসেবে চলতি হিসাব বছরে কর পরবর্তী মুনাফা বেড়েছে ৩০ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২১৫ টাকা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয়  (ইপিএস) হয়েছে ৮ টাকা।  আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫.১৭ টাকা।

আর দুই প্রান্তিক মিলে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০.৩৪ টাকা।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৭.৯৪ টাকা। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত এনএভিপিএস ছিল ২৬১.৯২ টাকা। এছাড়া অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭.৮৯ টাকা। আগের বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল ৪.৭৫ টাকা।

বাংলাদেশে অপার সম্ভাবনাময় খাত পর্যটন; প্রযুক্তি ব্যবহারের আহ্বান
আমিরাতে ভ্রমণ ভিসায় গিয়ে কাজ খুঁজছেন হাজারো তরুণ!

আপনার মতামত লিখুন