বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

বিশ্বের শীর্ষ ব্র্যান্ডের লক্ষ্য পূরণের প্রত্যয়ে ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২২
ওয়ালটন করপোরেট অফিসে বেলুন উড়িয়ে ইংরেজি বর্ষ-২০২২ বরণ করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা

ওয়ালটন করপোরেট অফিসে বেলুন উড়িয়ে ইংরেজি বর্ষ-২০২২ বরণ করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা

২০৩০ সালের মধ্যে বিশ্বের অনত্যম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। লক্ষ্য পূরণে ২০২২ সালে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশের শীর্ষ এ ব্র্যান্ড। এ প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করেছে ওয়ালটন।

শনিবার (১ জানুয়ারি, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে বেলুন উড়িয়ে এবং বিশালাকার কেক কেটে ইংরেজি বর্ষ-২০২২ বরণ করা হয়। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা বক্তব্য দেন।

ওয়ালটন করপোরেট অফিসে বিশালাকার কেক কেটে ইংরেজি বর্ষ-২০২২ বরণ করা হয়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রেজওয়ানা নিলু, শোয়েব হোসেন নোবেল ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, তানভীর রহমান, আনিসুর রহমান মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, আবদুল্লাহ আল মামুন, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির করপোরেট বিজনেসের ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন পরিবারের মূল শক্তি হচ্ছে একতা। এই শক্তিকে কাজে লাগিয়ে নতুন বছরে বিশ্বজয়ের লক্ষ্যে নবউদ্যমে এগিয়ে যাবে ওয়ালটন।’

মাত্র ১২ দিনে ইউরোপ ভ্রমণ!
সম্ভাবনার নতুন দুয়ার : সোয়াচ অব নো গ্রাউন্ড

আপনার মতামত লিখুন