শুক্রবার, ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২২

বিশ্ব নারী দিবস উদযাপন করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর-১ এর সার্ভিস পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট ( সিএসএম ) করপোরেট শাখায় শুভেচ্ছা বক্তব্য দেন চিফ সার্ভিস অফিসার মো. মুজাহিদুল ইসলাম। তারপর কেক কেটে করপোরেট এবং কল সেন্টারের নারী কর্মীদের হাতে ফুল-চকোলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বক্তব্যে মো. মুজাহিদুল ইসলাম বলেন—‘শুধু নারী দিবসে নয়, সারা বছরই নারীর সম্মান ও মর্যাদাকে শ্রদ্ধা করি। এই বিশ্বাস লালন করে ওয়ালটন, আমরা অফিসেও নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করেছি। এখানে নারীদের অধিকার পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত। আর এ বিষয়টি নিয়ে আমরা গর্বিত।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—পলাশ কুমার সাহা (বিভাগীয় প্রধান, মনিটরিং বিভাগ, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট), মো. আরিফুজ্জামান পিনন (বিভাগীয় প্রধান, এসি সার্ভিস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট), মো. রাফসানজানি (বিভাগীয় প্রধান, হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট), মো. আলিমুল আল রাজি (বিভাগীয় প্রধান, কাস্টমার রিলেশন বিভাগ, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট), মো. জাহিদুল ইসলাম (বিভাগীয় প্রধান, মানবসস্পদ বিভাগ, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট), মো. পাভেল রহমান (বিভাগীয় প্রধান, কল সেন্টার, ওয়ালটন)।

সারাদেশে ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের ৭৭টি সার্ভিস পয়েন্ট রয়েছে। এদিন প্রত্যেক সার্ভিস পয়েন্টের ম্যানেজাররা নারী সহকর্মীদের ফুল-চকোলেট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

টিকা নেওয়া যাত্রীদের বাংলাদেশে লাগবে না করোনা টেস্ট
বিশ্বে ঝুঁকিতে থাকা ২৫ ঐতিহ্যের তালিকায় বাগেরহাট

আপনার মতামত লিখুন