শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

শিশুদের দ্বিগুণ ভ্রমণ কর নিচ্ছে সোনালী ব্যাংক!

ডেস্ক রিপোর্ট
১৫ মার্চ ২০২২

বেনাপোল বন্দর দিয়ে ভ্রমণ কিংবা চিকিৎসা সেবা পেতে প্রতিনিয়ত অসংখ্য পাসপোর্টধারী যাত্রী ছুটছেন ভারতে। কিন্তু দেশটিতে প্রবেশের আগ মুহূর্তে চেকপোস্টে সোনালী ব্যাংকে ভ্রমণ কর দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন যাত্রীরা। ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য ভ্রমণ কর নির্ধারিত ২৫০ টাকার পরিবর্তে ব্যাংক কর্তৃপক্ষ নিচ্ছে ৫০০ টাকা।

২০২০ সালের মার্চ থেকে চেকপোস্টে সোনালী ব্যাংকের বুথে ২৫০ টাকার ভ্রমণ ট্যাক্সের রিসিট সংকটের কথা বলে শিশুদের ভ্রমণ কর ৫০০ টাকা দিতে যাত্রীদের বাধ্য করা হচ্ছে। এতে বন্দর দিয়ে যাতায়াতকারীদের সিংহভাগই বিশ্বস্ততার কথা ভেবে সোনালী ব্যাংকে বুথে বাড়তি টাকা দিচ্ছেন।

ভোগান্তিকে পড়া যাত্রীরা বলেন, এখানে যেটা করছে, সেটা তো অন্যায় হচ্ছে। সোনালি ব্যাংকের অব্যবস্থাপনার কারণে আমাদের সবার বেশি টাকা দিতে হচ্ছে।

তবে বেনাপোল সোনালী ব্যাংক ম্যানেজার আক্তার ফারুক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের ২৫০ টাকার বই সরবরাহ করার জন্য বলেছি। সে বইটি আসলে আমরা সেটা দিতে পারব।

উল্লেখ্য, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১৮ থেকে ২০ লাখ পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করেন।

আশুরার বিলকে পর্যটন এলাকায় রূপদানের পরিকল্পনা
অরক্ষিত মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক

আপনার মতামত লিখুন