সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

ডেসকো’র সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কার পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২
‘সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক)’ পুরস্কার গ্রহণ করেন গোলাম মুর্শেদ

‘সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক)’ পুরস্কার গ্রহণ করেন গোলাম মুর্শেদ

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ‘সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক)’ পুরস্কার পেয়েছে ওয়ালটন। নিয়মিত বিল পরিশোধ, ডেসকো’র সার্বিক কার্যক্রমে সহায়তা, বিদ্যুৎ আইন ও নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধা, বিদ্যুৎ সাশ্রয় ও  নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওকে পুরস্কৃত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা দেয় ডেসকো।

রোববার (১৭ এপ্রিল, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এমডি ও সিইও গোলাম মুর্শেদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ডেসকো’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও নাসির উদ্দীন মিয়া, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সায়েদুর রহমান এবং ওয়ালটনের ইলেকট্রিক্যাল ইনচার্জ প্রকৌশলী নাজমুল ইসলাম।

সেরা বিদ্যুৎ গ্রাহক হিসেবে পুরস্কৃত করায় ডেসকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোলাম মুর্শেদ। তিনি বলেন, ‘সব ধরনের আইন ও নিয়ম-কানুন মেনে দেশ-বিদেশে কার্যক্রম পরিচালনা করছে ওয়ালটন। ডেসকোর এই সম্মাননার মাধ্যমে তার আরেকটি স্বীকৃতি এলো। দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনায় সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎসাশ্রয়ী পণ্য উৎপাদনের পাশাপাশি গ্রিন এনার্জি জেনারেশনে কাজ করছে ওয়ালটন। সৌরশক্তি ব্যবহার করে আগামী বছরের মধ্যে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব আমরা। যার প্রথম ধাপে সম্প্রতি ওয়ালটন হেডকোয়ার্টারে ২.১৬ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই ১০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করব আমরা। যা গ্রিন এনার্জি জেনারেশনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক অবদান রাখবে।’

ডেসকো’র সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সায়েদুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মাননার অংশ হিসেবে ওয়ালটনকে সেরা বিদ্যুৎ গ্রাহক (বাণিজ্যিক) পুরস্কার দেওয়া হয়েছে। ওয়ালটনকে এ পুরস্কার দিতে পারায় ডেসকো কর্তৃপক্ষ আনন্দিত। আমরা চাই, সব গ্রাহক ওয়ালটনের মতো হোক।’

জানা গেছে, ডেসকো’র পাশাপাশি বিগত কয়েক বছর ধরে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকেও সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কার পেয়ে আসছে ওয়ালটন।


২০ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে চলবে বিশেষ লঞ্চ
ঈদের ছুটিতে যেসব দেশ ভ্রমণে যেতে পারেন

আপনার মতামত লিখুন