মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল নিয়ে যে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার বা টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে জেলা প্রশাসনের কাছে জাহাজ চলাচলের অনুমতির আবেদন করা হবে বলে জানিয়েছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আনোয়ার কামাল।

সংগঠনের সভাপতি আনোয়ার কামাল বলেন, ‘সেন্টমার্টিন রুটে জাহাজ চলার ব্যাপারে আমরা এখনো কারো সঙ্গে কথা বলিনি। জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তর থেকে আমরা লিখিত কিংবা মৌখিক অনুমতিও পাইনি। টুয়াক সংগঠনের যারা দায়িত্বে আছি, আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলাপের জন্য প্রস্তুতি নিয়েছি। এবং আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাবো চলতি মাসের ২০ তারিখের দিকে সেন্টমার্টিনে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করার জন্য। যদি পরিস্থিত ভালো হয়, তথা জাহাজ চলাচলের উপযোগী হয়; তবে ১ অক্টোবর সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, ‘সেন্টমার্টিনে জাহাজ চলাচলের ব্যাপারে অনুমতি তো দূরের কথা, এখনো পর্যন্ত তেমন আলোপ-আলোচনাও হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে কখন জাহাজ চলাচল করবে তা জানানো হবে।’ 

সাগর উত্তাল থাকার কারণে গত ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন-কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় কক্সবাজার জেলা প্রশাসন। এখনো তা অব্যাহত রয়েছে।

কক্সবাজারে শুরু হলো ওয়ালটন প্রথম রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা
সৌদিতে ৯০ দিনের বেশি থাকতে পারবেন ওমরাহ যাত্রীরা

আপনার মতামত লিখুন