শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
অর্থনীতি

ওয়ালটন হেড কোয়ার্টার্স পরিদর্শনে ২৩ দেশের শতাধিক মিলিটারি ডেলিগেটস

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৩

অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের হেড কোয়ার্টার্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীসহ ২৩ দেশের শতাধিক সদস্যের সামরিক প্রতিনিধিদল। উদ্দেশ্য—ওয়ালটনের আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম সরেজমিনে দেখা। এর মাধ্যমে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সরাসরি সম্যক ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেন তারা।

গত রোববার সকালে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর জাহাঙ্গীর আদিল সামদানির নেতৃত্বে শতাধিক সদস্যের মিলিটারি প্রতিনিধিদলটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্স পরিদর্শনে আসে। প্রতিনিধিদলে ছিলেন মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, জার্মানি, মালদ্বীপ, পাকিস্তান, সিয়েরা লিওন, তানজানিয়া ও জাম্বিয়ার সামরিক বাহিনীর সদস্যরা। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আল মাহমুদসহ বাংলাদেশ সিভিল সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর ডজনখানেক সদস্য উপস্থিত ছিলেন।

অতিথিরা ওয়ালটন হেড কোয়ার্টার্সে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াছির আল-ইমরান ও গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ প্রমুখ।

হেড কোয়ার্টার্সে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এর পর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজটারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, মোল্ড অ্যান্ড ডাই ইত্যাদি পণ্যের প্রোডাকশন প্ল্যান্টস সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা লাভ করে মুগ্ধতা প্রকাশ করেন। 

ডেঙ্গু সচেতনতায় ওয়ালটন প্লাজার র‍্যালি
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ওয়ালটন প্লাজার সচেতনতামূলক কর্মসূচি

আপনার মতামত লিখুন