সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবর্ণচরে আনন্দ শোভাযাত্রা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সুবর্ণচরে উদযাপিত হয়েছে দেশের শীর্ষ সাপ্তাহিক পত্রিকা সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকী। পাঠক আর শুভার্থীর অশেষ ভালোবাসায় সিক্ত সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ২ ফেরুয়ারি ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণচরে আনন্দ শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সুবর্ণচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ছলেহ উদ্দিন, সুবর্ণচর প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম ইব্রাহীম খলিল উল্যাহ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. ইউছুফ আমজাদ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার বিভাগীয় প্রধান মো. দেলোয়ার হোসেন, প্রভাষক মোস্তফা মিঞা, চরবাটা হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুরহ রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন রিপন, সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি আরিফুর রহমানসহ উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন