সোমবার, ২০ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেলেন মিজান

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ কোস্ট গার্ডের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন মিজানুর রহমান এবি (এসজিকিউ)। গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের অনুষ্ঠানে পদক তুলে দেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। দায়িত্ব পালনের ক্ষেত্রে বীরত্ব বা সাহসিকতা পূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়।

নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান মিজানুর রহমান ২০১০ সালে নৌবাহিনীতে যোগদান করেন। তারপর ২০১৭ সালে তিনি ডেপুটেশন কোস্ট গার্ডে আসেন।

কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশনে গুাত্বপূর্ণ অবদানের জন্য এ বছর পদক পেয়েছেন বাহিনীর ১৬ জন কর্মকর্তা, ২২ জন নাবিক ও ২ জন বেসামরিক কর্মকর্তা-কর্মচারী। এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক এই ৪টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়েছে। তার মধ্যে বর্তমান নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন কালে অকুতোভয় অবদান, বীরত্ব/সাহসীকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদকে ভূষিত হয়েছেন।

এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদকপ্রাপ্তরা হলেন ক্যাপ্টেন এম ইকরাম হোসেন, লে. কমান্ডার এস এম ফজলুল করিম, লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল, লে. কমান্ডার এম হামিদুল ইমলাম, লে. কমান্ডার নুরুজ্জামান শেখ, লে. মাহাবুবুল আলম শাকিল, লে. সাখাওয়াত কবির, সৈয়দ জাহাঙ্গীর হাসান, সোহেল রানা ও অন্তু চন্দ্র দাশ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, ক্যাপ্টেন এম এহসান উল্লাহ খান, লে. ফয়সাল বীন রশীদ, এম মজিবুর রহমান, এম জাহিদুল ইসলাম পাঠান, মো. আব্দুস সামাদ, মো. আমির হোসেন, মো. নুরে আজম, এম মাসুদ রানা ও মো. রবিউল ইসলাম।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন কমডোর মীর ইমদাদুল হক, কমান্ডার এম রিয়াজ হাসান, লে. কমান্ডার এম আসিফ ইবনে হায়দার, সার্জন লে. এম মাহমুদুল হাসান খান, এম কাওছার হোসেন, মো. বদরুল হক, মো. রফিক উদ্দিন, সাদিকুল ইসলাম, মো. লতিফুল আকরাম ও শিপলু কুমার কর।

এছাড়া, প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন ই. কমান্ডার সানাউল নোমান (বর্তমানে ক্যাপ্টেন পদবি), সা. লে. এম আশমাদুল ইসলাম, এস এম মোজাফ্ফর আহম্মেদ, এম মোসলেহ উদ্দিন ভ‚ইঁয়া, মো. ওবায়দুল হক ভ‚ইঁয়া, আশরাফ ইবনে আল মামুন, এম ফিরোজ আলম, মো. মমিনুল ইসলাম, মিজানুর রহমান ও শাহানারা বেগম।

বইমেলায় বিকাশ
৫০ বছর পর বালিকা বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করল ‘স্বপ্ন নিয়ে’

আপনার মতামত লিখুন