জাতীয়
সুবর্ণচরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্ভোধন

‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে দুই দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ২০১৯ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল থেকে উপজেলা হলরুমে এই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ এর সভাপতিত্বে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু ওয়াদুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখা সাধারণ সম্পাদক মো.গোফরান উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মেলায় ২০টি বিদ্যালয় ও ২টি কলেজ অংশগ্রহণ করে বিজ্ঞান মেলায় তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করছে।
আপনার মতামত লিখুন