জাতীয়
সিলেটের পর্যটন খাতের উন্নয়নে কয়েক দফা প্রস্তাব

সিলেটের পর্যটন খাতের উন্নয়নে কয়েক দফা প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং অবকাঠামোগত উন্নয়ন।
সিলেট চেম্বার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে লিখিতভাবে এসব প্রস্তাব পাঠানো হয়েছে। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন