বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

ডিমলায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২০

নীলফামারীর ডিমলায় করোনাভাইরাসের কারণে চিকিৎসা সেবা বঞ্চিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা সদরের ফরেস্ট বাজার মাঠে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির সরকার কাননের আয়োজনে ও ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, নীলফামারী জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, আয়েশা সিদ্দিকা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, নীলফামারী জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক (উপ) মো. চয়ন হোসেন সরকারসহ তরুণ প্রজন্মের অনেকে।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সোহাগ হোসেন, এমবিবিএস পিজিটি (মেডিসিন),  রংপুর সরকারী মেডিকেল কলেজ। 

সাইয়েন কাদির সরকার কানন বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হবে।

৬-দফা : স্বাধীনতার বীজ বপন
রিসোর্টের ওপর ৪% ভ্যাট নির্ধারণের দাবি

আপনার মতামত লিখুন