বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

রিসোর্টের ওপর ৪% ভ্যাট নির্ধারণের দাবি

নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২০

দীর্ঘদনি বন্ধ থাকা বাংলাদেশের রিসোর্টগুলোর আবাসনের ওপর আগামী ২ বছরের জন্য ভ্যাট শতকরা ৪% হারে নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ট্রিয়াব)'। এ বিষয়  অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের কাছে একটি চিঠি দিয়েছে তারা।  

ট্যুরিজম রিসোর্ট ইন্ডাসিট্রজ এসোসিয়েশন অব বাংলাদশের সভাপতি খবির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বারের লাইসেন্স মওকুফ এবং ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ প্রণোদনা প্যাকজে-১৯ অনুসারে কার্যক্রম গ্রহণেরও আবেদন করা হয়। 

চিঠিতে বলা হয়, পর্যটন ও ভ্রমণ খাতে বড় ধরণের ধ্বস নেমেছে। করোনা পরিস্থিতির কারণে দেশের সব পর্যটন কেন্দ্র প্রায় চার মাস পুররোপুরি বন্ধ ছিল। এই তিন মাস পুরোপুরি ব্যবসায়িক ধ্বসের পরে দেশের ভ্রমণপিপাসু মানুষের কথা মাথায় রেখে এবং রিসোর্টের সঙ্গে সম্পৃক্ত সবার জীবিকার কথা চিন্তা করে সরকারের কাছে আমাদের প্রত্যাশা, ১৫ শতাংশ ট্যাক্সের পরিবর্তে সাড়ে ৪% ভ্যাট পুনর্নির্ধারণ করা।'


ডিমলায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
ওয়ালটন এসি কিনে ফ্রি এসি অথবা নিশ্চিত ছাড়

আপনার মতামত লিখুন