শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয়

প্লাজমা দিলেন করোনাজয়ী সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২০

করোনা থেকে সুস্থ হয়ে এবার প্লাজমা দান করলেন সংবাদকর্মী হাসান মাহমুদ গুরু। করোনা আক্রান্ত মানবতার পাশে দাঁড়াতে প্লাজমা দান করেন তিনি।

রাজধানীর এ্যপোলো হাসপাতালে বৃহস্পতিবার রাতে প্লাজমা দেন এনটিভির এই সিনিয়র করেসপন্ডেন্ট।

নিঃসঙ্গ ঘরে কেবল সাহসের সুতোয় ভর করে তিনি একাই লড়েছিলেন করোনার বিরুদ্ধে। এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ গুরুর করোনার বিরুদ্ধে একাকী লড়াইয়ের সেই সাহসী গল্প মূল ধারার গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক আলোচিত হয়। করোনায় মৃত্যুর বিপরীতে রোগীদের সুস্থ হবার পথে সাহস ও অনুপ্রেরণা যোগায় তাঁর সে যুদ্ধগাঁথা। এবার করোনা রোগীদের সাহস যোগাবার পাশাপাশি প্লাজমা দান নিয়ে কাজ করছেন তিনি। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের জন্য প্লাজমা দান করেন এই সংবাদকর্মী।

বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু করা হয়েছে। বাংলাদেশেও কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে এই প্লাজমা পরীক্ষা-নিরীক্ষার পরে আক্রান্ত রোগীদের থেরাপি দেয়া হবে। 

সুবর্ণচরের ইউএনও করোনায় আক্রান্ত
ভুল নম্বরে টাকা গেলে ফেরত পাবেন যেভাবে

আপনার মতামত লিখুন