জাতীয়
ইতালিতে বিমানের আরও ২ চার্টার্ড ফ্লাইট

ঢাকা: নাগরিকদের ফিরিয়ে নিতে আগামী ২৭ জুন ও ২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। বুধবার (২৪ জুন) বিমান সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, দেশে আত্মীয় স্বজনদের কাছে বেড়াতে এসে করোনা ভাইরাসের কারণে আটকা পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা। ইতালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে দেশটি।
গত ২৩ জুনও চার্টার্ড ফ্লাইটে ২৬৯ বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা রোমে ফিরে যান। সেই ধারাবাহিকতায় ২৭ জুন ও ২ জুলাই দুটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ঢাকাস্থ দেশটির দূতাবাস। বিমানের ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা টিকিট কাটতে পারবেন।
আপনার মতামত লিখুন