জাতীয়
চট্টগ্রাম থেকে কলকাতায় বিমানের চার্টার্ড ফ্লাইট

ঢাকা:আজ বুধবার (২৪ জুন) চট্টগ্রাম থেকে কলকাতায় চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের জনসংযোগ দপ্তর জানিয়েছে, বুধবার সকাল ১০টায় ২৫ জন ভারতীয় নাগরিক নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন এসব ভারতীয় নাগরিক বাংলাদেশে অটকা পড়েছিলেন।
চার্টার্ড ফ্লাইটটি কলকাতা নেতাজী সুভাস বিমানবন্দরে যাত্রী নামিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন