সুবর্ণচরে এসডিজি অর্জনে শক্তিশালী স্থানীয় প্রতিষ্ঠানবিষয়ক নাগরিক সংলাপ

এসডিজি অর্জনে শক্তিশালী স্থানীয় প্রতিষ্ঠান বিষয়ক নাগরিক সংলাপ এলাকার সচেতন নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এনআরডিএস এর আয়োজনে ইউনিয়ন পর্যায় থেকে প্রাপ্ত নাগরিকদের বিভিন্ন দাবি তুলে ধরে আলোচনা করা হয় এবং স্থানীয় পর্যায়ে ইউনিয়ন নাগরিক অধিকার ফোরাম এর সভায় নাগরিক দাবি এবং অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। উত্থাপিত সমস্যা সমূহকে সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে উপস্থাপন করার বিষয় সিদ্ধান্ত প্রনীত হয়।
এসময় নাগরিক সংলাপে ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রফিক উল্যাহর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জামাল উদ্দিন, মো. ইয়াছিন, শাহ আলম সিদ্দিক শিপন, আলেয়া বেগম, আবদুল কাদের, শান্ত মিয়ার বাড়ি কমিউনিটি ক্লিনিকের কোষাধ্যক্ষ মো. দিদার হোসেন, সংবাদকর্মী আব্দুল বারী বাবলু ও আরিফুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআরডিএস এর প্রোগ্রাম অফিসার ইফতেখার আদনান।
আপনার মতামত লিখুন