শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

ভ্রমণ লাগবে টিকার সনদ

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের টিকা নেয়ার সনদ ছাড়া ভ্রমল করা যাবে না। এমনকি হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলেও প্রবেশ করা যাবে না। একই সাথে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েচেন, ‘ওমিক্রমের বিষয়ে বলা হয়েছে, আমরা এখন থেকে রেস্টুরেন্ট, শপিংমল, প্লেন, ট্রেন ও লঞ্চে যারা উঠবে তাদের একটা টাইম দিয়ে, ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কেউ যাতে না ওঠে সেরকম একটা চিন্তাভাবনার দিকে যেতে হবে।’ 

রেস্টুরেন্ট, শপিংমলে প্রবেশ এবং প্লেন, ট্র্রেন ও লঞ্চে উঠার ক্ষেত্রে ডাবল ভ্যাকসিনেশনের একটা ইমপোজিশন (টিকার দুই ডোজ নেয়ার বাধ্যবাধকতা) করা হয়েছে বলে জানান তিনি।

রেস্টুরেন্টে সনদ যাচাই কীভাবে মনিটর করা হবে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মোবাইলে সফট কপি থাকবে কিংবা হার্ড কপি থাকবে। কোনো দেশে পুরো জনসংখ্যা কোনোভাবেই চেক করা সম্ভব নয়, স্যাম্পল হিসেবে করা হয়। ভিজিল্যান্স টিম থাকবে প্রত্যেক শহরে। সিটি করপোরেশন, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক আছেন তারা চেক করবেন। আমাদের ল-এনফোর্সিং এজেন্সি চেক করবে।’

নানিয়ারচরবাসীর স্বপ্নের সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুনিয়া যার কাছে খোলা আঙিনা

আপনার মতামত লিখুন