বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

পর্যটন এলাকায় যেতে লাগবে টিকার সনদ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

বাণিজ্য মেলা, স্টেডিয়াম কিংবা পর্যটন এলাকায় গেলে অবশ্যই সঙ্গে করে টিকা কার্ড নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যে কোনো সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোক সমবেত করা যাবে না। তবে মেলা ও স্টেডিয়ামে যেতে অবশ্যই টিকার সনদ অথবা টেস্টের সনদ নিয়ে যেতে হবে। এছাড়া আসছে বই মেলাতেও একই শর্ত প্রযোজ্য থাকবে। করোনা সংক্রমণ বৃদ্ধিতে বই মেলা পিছিয়ে দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী জানান বই মেলার জন্য একটি বিশেষ নির্দশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ ইচ্ছা করলেই সবই সম্ভব। তাদের ইচ্ছার ওপরই নির্ভর করে আমরা কত তাড়াতাড়ি এই সংক্রমণ থেকে বেরিয়ে আসতে পারব।

মারমেইড বিচ রিসোর্টে থাকলেই ঐতিহ্যবাহী ‘চাঁদের নৌকায়' ভ্রমণ
ধ্বংসের পথে সুলতানি আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন

আপনার মতামত লিখুন