ঢাবির ৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের মিলনমেলা

'কাছে কিংবা দূরে বন্ধুত্ব চিরতরে'- এই শ্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন 'বান্ধব'র ২য় পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উর্মী আফরোজ ও সালমা ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। মিলনমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, কবি ও কথা সাহিত্যিক সোমা তাহেরা চৌধুরী, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম আপন, বান্ধব উদযাপন পরিষদের সমন্বয়ক উইং কমান্ডার তাহমিনা খানম হীরা, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মো. আলমগীর হোসেন, সমাজ সেবক মিজানুর রহমান, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী আরিফা নিশাত স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে তেজগাঁও সরকারি শিশু পরিবারের শিশুরা। অন্যান্যের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত শিল্পী শফিক তুহিন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ দরিদ্র মেধাবীকে বৃত্তি দেয় বান্ধব।
আপনার মতামত লিখুন