শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ইভেন্ট

পর্যটনকে বাঁচিয়ে রাখতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিহার্য

অনলাইন ডেস্ক
১৫ জুলাই ২০২০

দেশের পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, পর্যটনের খুঁটিনাটি বিষয় সংবাদমাধ্যমগুলোতে প্রচার ও প্রচারণা করতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ‘পর্যটন শিল্পে সংবাদমাধ্যমের ভূমিকা’ নিয়ে অনুষ্ঠিত এক ওয়েবিনারে এসব কথা বলেন তারা। বিডিট্রাভেলনিউজ.কম ও অ্যামেজিং ট্যুরসের সিইও মো. মহসীন ইকবাল এ অনুষ্ঠান পরিচালনা করেন। করোনাভাইরাসের ছোবল থেকে পর্যটন শিল্পের ক্ষতি কীভাবে কাটিয়ে ওঠা যায় বা আগামী দিনে প্রচার এবং প্রচারণা মাধ্যমে ও পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে এতে আলোচনা করেন বিশেষজ্ঞ প্যানেল।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বিশেষ অতিথি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ। উপস্থিত ছিলেন গাজী টিভির সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মো. শাহাদাত হোসেন তসলিম, বিডি ইনবাইন্ডের সভাপতি রেজাউল একরাম, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এজেন্সি (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল তৌফিক রহমান।

কর্মশালার বিভিন্ন বিষয় নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, ‘পর্যটন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কারণ পর্যটন মন্ত্রণালয় এতটাই মূল্যবান যে, একটা দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পর্যটনের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমাদের দেশের সুন্দরবন এবং কক্সবাজারকে যদি আমরা বিশ্ব দরবারে ভালোভাবে তুলে ধরতে পারি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। এরপর বলতে চাই আমাদের দেশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি পর্যটন নিয়ে টিভি চ্যানেল খুলতে সুপারিশ করতে পারে যেখানে বাংলাদেশকে তুলে ধরা যায়।

এছাড়া বাংলাদেশকে তুলে ধরতে দরকার একটি পর্যটন আইকন, যা দিয়ে বাংলাদেশকে সহজেই বিশ্বের সব পর্যটক বুঝতে পারে যে এটা বাংলাদেশ। আর তা পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা আমাদের পরিচয় করিয়ে দিতে পারে বিশ্ব দরবারে। ট্যুরিজম বোর্ড যদি কনটেন্ট তৈরি করে দেয় তাহলে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হবে।’

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘এই করোনাকালীন পর্যটনের বিভিন্ন দিক নিয়ে আমরা লেখালেখি করেছি, তারপরও আমি বলতে চাই পর্যটনকে সংবাদমাধ্যমে ভালোভাবে তুলে ধরতে আমাদের আরও কিছু দিক বিবেচনা করতে হবে। যেমন- আইকনিক প্রতীক। আমাদের দেশের পর্যটন মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে এবং সংবাদমাধ্যমের কাছে তারা তাদের বিভিন্ন দিক তুলে ধরার জন্য দিকনির্দেশনা দেবেন।’

তিনি বলেন, ‘আমরা যখন কক্সবাজার যাই সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যায় আমাদের কোনো কিছু করার থাকে না, কিন্তু যদি সন্ধ্যায় আমাদের বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান কর্মকাণ্ড করি তাহলে কিন্তু সংবাদমাধ্যমগুলো তা প্রচার ও প্রচারণা করতে পারে। এরপরও বলি পর্যটন নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে আরও দ্রুতগতিতে এগিয়ে যেতে হবে, সাথে আমাদের মধ্যেও পর্যটনের জনসচেতনতা গড়ে তুলতে হবে। সংবাদমাধ্যম এই খুঁটিনাটি বিষয়গুলোকে ভালোভাবে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ বলেন, ‘আমি প্রথমেই বলতে চাই বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা সারাদেশে পর্যটনবিষয়ক সচেতনতা গড়ে তুলতে প্রত্যেক জেলায় জুমের মাধ্যমে মিটিং শুরু করেছি। ইতোমধ্যে আট জেলায় শেষ হয়েছে। আমরা প্রত্যেকটি জেলায় এই কাজটি করব ধারাবাহিকভাবে। আমাদের পর্যটনের কার্যক্রম কিন্তু ক্রমে বড় হচ্ছে সংকীর্ণতার মধ্য দিয়ে।’

তিনি বলেন, ‘প্রায় এক লাখ পর্যটক আমাদের দেশে আসে কিন্তু সংখ্যাটা খুবই কম। আমাদের সবই আছে কিন্তু এখন আমরা পরিকল্পিতভাবে প্রত্যেকটি তুলে ধরতে পারিনি। তারপরও বলব, আমাদের কিছু বড় পরিকল্পনা আছে যা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী এই পরিকল্পনা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাব। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে পারব।’

বিডি ইনবাইন্ডের সভাপতি রেজাউল একরাম বলেন, ‘আমাদের পর্যটনের ভালো কনটেন্ট তৈরি করতে হবে, যাতে এই কনটেন্টগুলোকে সংবাদমাধ্যম প্রচার ও প্রচারণা করে সবার সামনে তুলে ধরতে পারে।’

এ বিষয়ে জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘আমাদের পর্যটন খাতে অনেক সংকীর্ণ দিক আছে, যেগুলোকে আমাদের ধীরে ধীরে ঠিক করতে হবে এবং সংবাদমাধ্যমে আমরা তা তুলে ধরার চেষ্টা করছি।’

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ বলেন, ‘পর্যটন অনেক দিক দিয়ে সম্পদশালী কিন্তু পর্যটন গোছানো হয়ে ওঠেনি। আমি যদি পর্যটন শিল্পে সংবাদমাধ্যমের ভূমিকা সম্পর্কে বলতে চাই তাহলে বলব যে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিহার্য, যা আমরা বিগত পাঁচ-ছয় বছরের ঘটনা পর্যালোচনা করলে বুঝতে পারব। আমাদের কক্সবাজারে কোনো হাসপাতালে আইসিইউ, ট্যুরিস্ট পুলিশ কিংবা ট্যুরিস্ট গাইড ছিল না কিন্তু বিভিন্ন সময় ঘটে যাওয়া কিছু ঘটনার মূল্যবান সংবাদ প্রচার-প্রচারণার মাধ্যমে বর্তমানে এসব ব্যবস্থার উন্নতি হয়েছে।’

এছাড়া প্রচার ও প্রচারণার মাধ্যমে পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে সংবাদমাধ্যমের যে বড় ভূমিকা রয়েছে এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে মূল্যবান আলোচনা তুলে ধরেন হাব সভাপতি মো. শাহাদাত হোসেন তসলিম ও প্যাসিফিক এশিয়া ট্রাভেল এজেন্সি (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল তৌফিক রহমান।

পর্যটনের কাঙ্ক্ষিত অগ্রগতিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন
মুক্তি পেলো কাজী মোহিনী ইসলামের দেশাত্মবোধক গান ‘তোমায় দেখে দেখে’

আপনার মতামত লিখুন