শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

ইউএস-বাংলার ঢাকা-শারজাহ ফ্লাইট শুরু

ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ফ্লাইট চলাচল শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গতকাল রবিবার (৩০ জানুয়ারি) রাত থেকে ঢাকা-শারজাহ ফ্লাইট চালু হয়েছে। প্রাথমিকভাবে এয়ারলাইন্সটি সপ্তাহে ছয়দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ৯টায় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে এবং স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শারজাহ পৌঁছাবে। মঙ্গল, বুধ ও শুক্রবার শারজাহ থেকে দিবাগত রাত দেড়টায় ফ্লাইট ছাড়বে এবং সকাল ৮টায় ঢাকায় পৌঁছাবে। 

অপরদিকে সোম, বৃহস্পতি ও শনিবার দিবাগত রাত দেড়টায় শারজাহ থেকে ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে এবং সকাল ৮টায় চট্টগ্রামে পৌঁছাবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই, কলকাতা ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটি শিগগিরই কলম্বো, দিল্লি, জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

করোনাভাইরাস মহামারির কারণে ব্যাংকক রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

'সাফারি পার্কে জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে'
পর্যটকদের জন্য দুয়ার খুললো বালি

আপনার মতামত লিখুন