মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

পর্যটকদের জন্য দুয়ার খুললো বালি

ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পর্যটন খাত বালি দ্বীপপুঞ্জ পর্যটকদের জন্য তাদের দুয়ার খুলে দিচ্ছে। দেশটির অর্থনীতির চাকা সচল করতে চলতি সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে বালি দ্বীপপুঞ্জ দেশি ও বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানানো হয়। সোমবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে দ্বীপ কর্তৃপক্ষ। 

আনুষ্ঠানিকভাবে বিধি-নিষেধের মাঝেও গত অক্টোবরে  চীন, নিউজিল্যান্ড এবং জাপানের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছিল বালি। তবে সরাসরি কোনো ফ্লাইট ছিল না বলে জানিয়েছেইলেন দেশটির পর্যটন মন্ত্রী সান্দিয়াগা উনো।

এর আগে  গত বছরের অক্টোবরে চীন, ভারত, ফ্রান্সসহ ১৯ দেশের পর্যটক যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছিলেন এমন পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ইন্দনেশিয়া। পর্যটকদের জন্য দুয়ার উন্মুক্ত হলেও কিছু বিধি-নিষেধ ছিল। বালিতে পৌঁছানোর পর পর্যটকদের প্রথমেই পাঁচদিনের কোয়ারেন্টাইন পালন করার বাধ্যবাধকতা ছিল।

ইউএস-বাংলার ঢাকা-শারজাহ ফ্লাইট শুরু
সেন্টমার্টিনকে বাঁচাতে যেসব সুপারিশ

আপনার মতামত লিখুন