বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে মহেশখালী ও বড় বাজার টাইগার্সের জয়

কক্সবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২

‘ওয়ালটন প্রথম রাখাইন ক্রীড়া উৎসব-২০২২’ এর ক্রিকেট ও ফুটবল ইভেন্টের কয়েকটি খেলা মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হয়।

এতে মুখোমুখি হয় রাখাইন ফেসবুক ক্লাব বনাম মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ। টসে জিতে নির্ধারিত ১৬ ওভারে ১৩৯ রানের টার্গেট দেয় রাখাইন ফেসবুক ক্লাব। তাদের পক্ষে উ হ্লা মং ৩৬, থেন নাই ২৪, মংলি ১৩ ও ওয়ানশে ১১ রান করেন। প্রতিপক্ষের মংচি লে ২টি, ওয়ানমং, সানি, ক্য লেন ও থেনরি একটি করে উইকেট লাভ করে।

১৩৯ রান তাড়া করতে নেমে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে মং ছিলে ৩৭, মং খিন উ ১৯ রান করেন ও সানি ১৭ রান করে। রাখাইন ফেসবুক ক্লাবের মং ওয়ান নাই ৩টি, মংলি, উ হ্লামং একটি করে উইকেটন নেন। ম্যাচসেরা হন মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশের মং চিলে।

অপরদিকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া ক্রিকেট একাদশ বনাম পশ্চিম বড় বাজার টাইগার্স। টসে জিতে ব্যাটিং করে ১১২ রানের টার্গেট দেয় চৌফলদন্ডী। দলের পক্ষে ওয়ান মং ৩৫ ও জওয়ান ৯ রান করেন। পশ্চিম বড় বাজার টাইগার্সের হিং টুন ৩টি ও ক্য লাইন ২টি উইকেট নেয়। ১১২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পশ্চিম বড় বাজার টাইগার্স ৫ উইকেটে জয়লাভ করে। দলের পক্ষে আউ ৪৬, ক্য লাইন ২২ ও ক্য ফ্রু ২০ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ হন পশ্চিম বড় বাজার টাইগার্সের আউ।

এছাড়া বিকালে ফুটবল ইভেন্টে বাইশারীকে ২-৩ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় টেকপাড়া রাখাইন ফুটবল ক্লাব।

ম্যাচসেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এমএ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ-সভাপতি জ জ ইয়ুদি, সহ-সভাপতি উথান্ট অং ও সাধারণ সম্পাদক জ জ রাখাইন।

এবারের আয়োজনে রয়েছে- ক্রিকেট, ফুটবল, রাখাইন নিজস্ব খেলা, ফানুস উত্তোলন, জলকেলি, রাখাইন নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চতুর্থ হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল শুরু
ওমরাহ ও ভ্রমণ ভিসার জন্য নতুন নির্দেশনা

আপনার মতামত লিখুন