ইভেন্ট
সেন্টমার্টিন সৈকতে অবাধেই চলছে নিষিদ্ধ যানবাহন

সেন্টমার্টিন সৈকতে অবাধেই চলছে সাইকেল-মোটরসাইকেল। ছেড়াদ্বীপে যাওয়া-আসা নিষিদ্ধ হলেও, আনাগোনা চলছেই। পরিবেশ অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসন- তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না কেউই।
বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকা সংরক্ষিত ঘোষণা হয়েছে। তবে পর্যটকদের চাপে সংকটে প্রবালদ্বীপ সেন্টমার্টিন।
নিষিদ্ধ হলেও, দ্বীপের সৈকতে যান চলছে অবাধেই। ছেড়াদ্বীপে যাতায়াতে নিষেধাজ্ঞাও কেউ কানে তুলছে না।
সরকারি নির্দেশনাও উপেক্ষিত। সৈকতে ব্যানার টানিয়ে দায়িত্ব শেষ করেছে প্রশাসন।
কক্সবাজার কার্যালয় উপজেলা প্রশাসন বলছে, খুব শিগগিরই উদ্যোগ নেয়া হবে। সেন্টমার্টিন প্রাকৃতিক সম্পদে ভরপুর। ভৌগোলিক কারণেও গুরুত্বপূর্ণ এই প্রবালদ্বীপ।
আপনার মতামত লিখুন