ওয়ালটন কক্সবাজার রেফারিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ওয়ালটন কক্সবাজার রেফারিজ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে আজ শুক্রবার (৪ মার্চ)। বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেফারিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জেষ্ঠ্য নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও জেলা ক্রীড়া সংস্থা এবং রেফারিজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পদ্মা ও মেঘনা। এই ম্যাচে ১-০ গোলে জিতে সরাসরি ফাইনাল নিশ্চিত করে পদ্মা। পদ্মার হয়ে গোল করেন সাইফুদ্দিন মুন্না।
অপর ম্যাচে দুর্দান্ত খেলে টাইব্রেকারে গড়ায় কর্ণফুলী ও যমুনা। টাইব্রেকারে ৪-৫ গোলে জয় পায় কর্ণফুলী একাদশ। শনিবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় পদ্মা ও কর্ণফুলী মুখোমুখি হবে।
উদ্বোধনকালে পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, 'সারা দেশের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতা প্রসংশা করার মতো। দেশের অনেক খেলাধুলায় ওয়ালটনের সহযোগিতা দেখি আমরা। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ-যুবকরা যত খেলাধুলায় ব্যস্ত থাকে তারা তত মাদক থেকে দূরে থাকে। তাই সু্স্থ সবল থাকতে খেলাধুলা অপরিহার্য ভূমিকা পালন করে। আর এসবের পেছনে পৃষ্ঠপোষক হিসেবে অনন্য অবদান রাখছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন।'
এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, 'প্রধানমন্ত্রী নিজেও একজন ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় দেশের খেলাধুলা উন্নতির শিখরে পৌঁছে গেছে। আর খেলাধুলাকে আরও একধাপ এগিয়ে নিতে এবং খেলোয়াড়দের উৎসাহী করতে স্পন্সর করে যাচ্ছে ওয়ালটন। শুধু ফুটবল নয়, বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করে ওয়ালটন। দেশকে বিশ্বের কাছে পরিচিত করতে যেকোন ধরণের খেলায় ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।'
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশীদ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ আলী। সহকারী হিসেবে ছিলেন, লালা কিং ও মোবাশ্বেরা।
এবারের এই প্রতিযোগিতায় কক্সবাজার রেফারিজ অ্যাসোসিয়েশনের ৬০ জন রেফারি অংশ নিয়েছেন। তাদের নিয়ে ৪টি দল গঠন করা হয়। লিগ পদ্ধতিতে খেলে সেখান থেকে ২টি দল ফাইনালে উঠে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে করা হবে পুরস্কৃত।
এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে রাইজিংবিডি ডটকম।
আপনার মতামত লিখুন