কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন উৎসব

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।
সপ্তাহব্যাপী এই আয়োজনে অন্যতম স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
গতকাল বুধবার (সেপ্টেম্বর) সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা আহমেদ আকবর সোবহানের পক্ষে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা জেলা প্রশাসকের হাতে বসুন্ধরা গ্রুপের পাঁচ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘যেখানে কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন, সেখানে বসুন্ধরা গ্রুপের অংশগ্রহণকে আমি স্বাগত জানাই।
আপনার মতামত লিখুন