বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ইভেন্ট

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করলেন নোয়াখালী জেলা শুভসংঘ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
১১ ফেব্রুয়ারি ২০২৫

শিশুদের পানিতে পড়ে মৃত্যুর ঘটনা প্রতিরোধে  নোয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাধ্যমিক পড়ুয়াদের সাথে সচেতনামূলক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারি ) দুপুরে নোয়াখালী জেলার উপকূলীয় অঞ্চল সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয় । এসময় শিক্ষার্থীদের সঙ্গে শিশুদের পানিতে পড়া প্রতিরোধে নিজেদের পরিবারে করণীয় বিষয়ে আলোচনা করা হয় ।

শিক্ষার্থীদের মাঝে আলোচনা শেষে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করানো হয়।

শুভসংঘের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় এবং উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী এর সভাপতি মো. আব্দুল বারী বাবলু এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ছালেহ উদ্দিন , বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.দেলোয়ার হোসেন, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় এর সুবর্ণচর উপজেলা  প্রতিনিধি সাংবাদিক আরিফুর রহমান । অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। 

বক্তারা শিশুদের পানিতে পড়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকে শিক্ষার্থীরা  বাড়িতে গিয়ে অভিভাবকদের সচেতন করা জন্য তাদের মতামত প্রকাশ করতে দৃষ্টি আকর্ষণ করেন। 

প্রধান অতিথি মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, শিশুদের পানিতে পড়া থেকে  বাঁচতে সচেতনতায় যথেষ্ঠ, সবাই নিজ নিজ অবস্থান থেকে শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে। যদি পানিতে পড়ে যায়, তাৎক্ষণিক  প্রাথমিক চিকিৎসা হিসেবে বাচ্চাকে মাথায় তুলে ঘোরাতে হবে, পেটে চাপ দিয়ে পানি বের করতে হবে। 

তিনি আরো বলেন, পরিত্যক্ত পুকুর- জলাশয়ে ঘেরা তৈরি করতে হবে। কাজের ফাঁকে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে। 

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আব্দুল বারী বাবলু বলেন, ২০২৪ সালে শুধু সুবর্ণচরে ৩১টি শিশু পানিতে পড়ে মারা যায়। শিশুদের পানিতে পড়া রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিগত বছরগুলোর চেয়ে কম নয়। সচেতনতার অভাবে সংখ্যা প্রতিবছরে বৃদ্ধি পাচ্ছে।

সুবর্ণচরে আক্তার মিয়ার হাট বনিক সমিতির সভাপতি আজহার সেক্রেটারি নুর মাওলা
সুবর্ণচরে ৩টি অবৈধ ইটভাটা ভঙে দিলো ভ্রাম্যমাণ আদালত

আপনার মতামত লিখুন