
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ তিনটি ইটভাটা অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। ঐ ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে অকেজো করে পোড়ানো ইট গুটিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এই অভিযান পরিচালিত হয়।
ইটভাটা গুলো হলো, উপজেলার চরজব্বার ইউনিয়নের মেসার্স তাহেরা ব্রিকস ও একেবি ব্রিকস এবং চরআমান উল্যাহ ইউনিয়নের আমানত ব্রিকস।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি ও উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসিল জমিতে কার্যক্রম চালাচ্ছিল ব্রিকস ফিল্ড । তাদের বার বার তাগিদ দেওয়ার পরও আইনের বিষয়টি তোয়াক্কা করেননি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন,পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না । অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন