মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ঘুরে আসি

শর্তসাপেক্ষে খুলছে কক্সবাজারের হোটেল-মোটেল, নিষেধাজ্ঞা সৈকত-পর্যটনকেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে দেশব্যাপী বিধিনিষেধ আরোপ করায় কক্সবাজারের সকল হোটেল-মোটেল-রেস্তোরাঁ ও পর্যটন স্পট গত ১ এপ্রিল বন্ধ হয়ে যায়। তবে বুধবার (১১ আগস্ট) থেকে দীর্ঘদিন আরোপ থাকা এসব নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু শুরু করা হলেও সমুদ্র সৈকত ও অন্যান্য পর্যটন কেন্দ্রে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে প্রশাসন। সকল হোটেল-মোটেল স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হলেও হোটেল কক্ষ পর্যটকদের কাছে ভাড়া দেয়া যাবে না।

কক্সবাজার জেলা প্রশাসন বলছে, কেবল জীবন ও জীবিকার তাগিদে যে সকল মানুষ কক্সবাজার আসবেন তাদের রাখা যাবে হোটেল-মোটেলে। আগতরা কোনোভাবেই কক্সবাজারের সমুদ্র সৈকতে যেতে পারবেন না। তারা দর্শনীয় স্থানগুলোয়ও যেতে পারবেন না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আমিন আল পারভেজ জানিয়েছেন, পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে গত ২৪ জুন বৈঠক হয় আমাদের। ওই বৈঠকে আলোচনার পর এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জামালগঞ্জে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি
বিমানের অনলাইন টিকিট বিক্রি বন্ধ

আপনার মতামত লিখুন