শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ঘুরে আসি

চেনা রুপে ফিরছে পর্যটন খাত

ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় স্বস্তি ফেরার পাশাপাশি আশার আলো দেখছেন পর্যটন খাতসংশ্লিষ্টরা।

এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘করোনাসময়ে পর্যটন খাতে প্রায় চার ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এর মধ্যে আমাদের দেশে প্রায় ৫-৬ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। আশা করি, এখন এই ক্ষতি কাটিয়ে ওঠার সময় এসেছে।’

পর্যটন শিল্পের ওপর করোনাকালীন সরকারি বিধিনিষেধ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।

দীর্ঘ ঘরবন্দি জীবন থেকে স্বস্তি পেতে পর্যটকরা ছুটে আসছেন এখানকার মনোরম সৌন্দর্য উপভোগ করতে। লোকে লোকারণ্য হয়ে উঠছে জাফলং, বিছানাকান্দি, লালাখাল ও রাতারগুলের মতো পর্যটন স্পটগুলো।

 এদিকে, পর্যটন শিল্পের ওপর বিধিনিষেধ তুলে দেওয়ায় এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা খুশি। বিশেষ করে রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা রয়েছেন চাঙা মেজাজে।

উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি সাময়িক বন্ধ
সেন্টমার্টিন যেতে-রাতযাপনে দিতে হবে বাড়তি ফি

আপনার মতামত লিখুন