শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

বাংলাদেশ-ভারতসহ ৬ দেশের ওপর তুরস্কের ভ্রমণ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
২৯ জুন ২০২১

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক।

সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশ, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, নেপাল ও শ্রীলংকার সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধ থাকবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তুরস্ক এ ছয় দেশের নাগরিকদের জন্য স্থল, আকাশ, সাগর ও রেলপথ ব্যবহার করে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

সিউল আন্তর্জাতিক পর্যটন মেলায় বাংলাদেশ দূতাবাস
রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কারে প্রথমস্থান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের

আপনার মতামত লিখুন