শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

ওমরাহ ভিসার আবেদন করা যাবে সরাসরি

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২২

সৌদি আরবে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ কর্মসূচি ঘোষণা করেছে। এখন থেকে সৌদি আরবের বাইরে থেকে আসা ব্যক্তিরা ওমরাহ ভিসা পাওয়ার জন্য সরাসরি নিবন্ধন করতে পারবেন। তাদের বিদেশী কোনো ওমরাহ সার্ভিস বা এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না।

ওমরাহ ভিসার আবেদনপত্রটি সৌদি আরবের অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তিনটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

আগ্রহী ব্যক্তিরা ওমরাহ পালনের জন্য অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোর একটির মাধ্যমে নিবন্ধন করবে। ওমরাহ্ প্রোগ্রামে ইলেকট্রনিক ভিসার জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি আবাসন এবং পরিবহন পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে। ওমরাহ যাত্রীরা ভিসার কপি নিজেরাই প্রিন্ট করতে পারবেন।

ভিভো ওয়াই৩৩এস : ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা!
পর্যটকদের পদচারণায় মুখর পর্তুগাল

আপনার মতামত লিখুন