শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
লাইফস্টাইল

কবিতা

বাগানের গোলাপগুচ্ছ হতে

মো. নুর নবী
০৯ মার্চ ২০২২

বাগানের গোলাপগুচ্ছ হতে– 
কেবল একটি গোলাপ ছিঁড়েছি আমি
তোমার খোঁপায় গুছবো বলে।
সন্ধ্যা-বাতি নিভিয়ে দিয়েছি এই ভেবে যে,
ঝিঁঝি পোকা হয়ে তুমি এ'হৃদয়ে আলো জ্বালাবে

আমি কখনো সাঁতার শিখিনি প্রিয়–
তোমাতে ডুবে যেতে চাই বলে
সহস্র ফাগুন একাকীত্বে পার করেছি আমি,
এ-ফাগুনটা তোমায় দেবো বলে
কখনো-তো হৃদয় বিনিময় করিনি প্রিয়, 
কেবলই তোমায় ভালোবাসবো বলে
মাইলের পর মাইল ক্লান্তিহীন আমি একা হেঁটেছি,
বাকি পথটা তোমায় সঙ্গ দেবো বলে
ফাগুনের সমস্ত উষ্ণতা বিলিয়ে দিয়েছি আমি, 
তোমার সুখ-দুঃখগুলোর বিনিময় হবো বলে
তোমার সমস্ত রাগ আমি মাথা পেতে নিয়েছি প্রিয়, 
কেবলই অনুরাগের কারণ হবো বলে;

আমার কল্পনার জগৎটা আজ তোমায় ঘিরে, 
বাস্তবতায় পূর্ণ হবে বলে;
আমার নিঃস্বাস-প্রস্বাস কেবলই তোমার ইবাদত করে
ইমরুলের হৃদয়স্পর্শী কবিতার স্বরে;
আমার সমস্ত ফাগুন, ভালোবাসা তোমায় দিলাম প্রিয়–
কেবলই তোমায় ভালোবাসবো বলে।

পর্যটকদের নতুন আকর্ষণ ঝুলন্ত ব্রীজ
পর্যটনে ভয়ংকর চিত্র তুলে ধরলেন পরিকল্পনামন্ত্রী

আপনার মতামত লিখুন