বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
মতামত

পাহাড়ের পর্যটনকে আকর্ষণীয় করে গড়ে তোলার আশ্বাস পর্যটন প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
২০ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে দৃশ্যমান পরিবর্তন যাতে দ্রুত হয়, মন্ত্রণালয় থেকে সে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে কিছুটা দেরি হচ্ছে। আমাদের মাস্টারপ্ল্যান যেটা তাও কোভিডের পরপরই আসবে। ইতোমধ্যে আমরা অনেকগুলো প্রজেক্ট হাতেও নিয়েছি। অচিরেই পার্বত্য রাঙামাটিসহ পার্বত্য চট্রগ্রামে পর্যটনক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাঙামাটি সফরে এসে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী সকাল ১১টায় রাঙামাটি পর্যটন মোটেলে আসেন। পরে রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশ সুপার কর্তৃক নতুন আঙ্গিকে গড়ে তোলা পলওয়েল পার্ক ঘুরে দেখে ভূয়সী প্রশংসা করেন।

মন্ত্রী জানান,  ‘পর্যটন কর্পোরেশন ট্যুরিজম বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসডিজি সমন্বয়ের বাস্তবায়ন যৌথভাবে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই কাজগুলো বাস্তবায়ন করবো।’

এসময় সফরসঙ্গী হিসেবে পুলিশ সুপার আলমগীর কবির, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোছাব্বির হোসেন বেল্লাল, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সম্ভাবনার খাত হালাল ট্যুরিজম
ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

আপনার মতামত লিখুন