বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
গাঁও গেরাম

বরিশালে পর্যটন সহায়ক দুটি স্থাপনা নির্মানের উদ্যেগ

 বরিশাল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯

পর্যটন শিল্পকে আধুনিক বিশ্বের সবচেয়ে বৃহৎ ও দ্রুত বর্ধনশীল শিল্প হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে বরিশালে দুটি গুরুত্বপূর্ণ বড় স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। এর মধ্যে একটি হবে নগরীর বান্দ রোডে পর্যটন মোটেল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং অপরটি নগরীর থেকে ১৬ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী দুর্গাসাগরে বিশ্রামগারসহ পিকনিক স্পট। এ দুটি স্থাপনা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।

বিপিসির দায়িত্বশীল সূত্র জানায়, বান্দ রোডে কীর্তণখোলার তীরে বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কসপের পরিত্যক্ত জমিতে নির্মাণ করা হবে পর্যটন মোটেল ও ট্রেনিং সেন্টার। এ প্রকল্প বাস্তবায়নের জন্য বিআইডব্লিউটিএর জমি থেকে ১ একর বিপিসির নামে ইজারা নেওয়া হয়েছে। আট তলাবিশিষ্ট মোটেল ভবনে থাকবে ৮০টি কক্ষ, যার মধ্যে দুটি এক্সিকিউটিভ স্যুট, ৩৮টি দুই শয্যার কক্ষ এবং ৪০টি তিন শয্যার কক্ষ। মোটেলে থাকবে আধুনিক মানসম্মত রেস্তোরাঁ, ক্যাফে, সুইমিং পুল, জিম ও স্পা সুবিধা। মোটেলের সঙ্গে সংযুক্ত থাকবে ম্যানেজমেন্ট ও ট্যুরিজমের ওপর প্রশিক্ষণ কেন্দ্র।

সুন্দরবন কেন্দ্রিক ৬ বিশেষ পর্যটন এলাকা তৈরি করা হবে
ব্রাজিলের পর্যটন দূত হলেন রোনালদিনহো

আপনার মতামত লিখুন