গাঁও গেরাম
খেতাছিড়া মোহনায় পর্যটন স্পট কারার দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া বলেশ্বর নদী তীরের খেতাছিড়া মোহনায় পর্যটন স্পট গড়ে তোলা ও বাবুরহাট হতে বলেশ্বর বাজার পর্যন্ত বেড়িবাঁধ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। খেতাছিড়া জেলে পল্লিবাসীর উদ্যোগে মঙ্গলবার দুপুরে বলেশ্বর বাজার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলেরা অংশ নেন।
শেষে সমাবেশে বক্তব্য দেন, অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, ইউপি সদস্য মো. আফজাল বেপারী প্রমুখ।
বক্তারা বলেশ্বর নদীর নৈসর্গিক খেতাছিড়া মোহনায় পর্যটন স্পট গড়ে তোলার দাবি জানান। এছাড়া বাবুরহাট থেকে বলেশ্বর বাজার মোহনা পর্যন্ত বেড়িবাঁধ সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানান।
আপনার মতামত লিখুন