অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্টদের পুরস্কার বিতরণ

অগ্রণী ব্যাংক লিমিটেড সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণ ও বিতরণে বিশেষ কৃতিত্বের জন্য ১০টি শাখার ৭ জন শাখা প্রধান এবং ১০ জন রেমিট্যান্স সেবা প্রদানকারী কর্মকর্তাকে পুরষ্কৃত করলেন। ব্যাংকের বোর্ড রুমে ২০ সেপ্টেম্বর (রবিবার) এক সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের এ পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম পুরস্কার প্রাপ্তদের একটি করে ল্যাপটপ ও অভিনন্দন জ্ঞাপনপত্র প্রদান করেন। অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় অন্তর্মূখী রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য ব্যাংকটির ‘রেমিট্যান্স হিরো’ ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বৈধপথে রেমিট্যান্স আনতে সরকারের শতকরা ২ ভাগ নগদ প্রনোদনার সাথে আরো ১ভাগ যোগ করে ঘোষণা দিলেন ৩ শতাংশ নগদ প্রনোদনা দেওয়ার। এই প্রনোদনা অফার ছিল ৭ জুলাই থেকে ১৩ আগষ্ট পর্যন্ত। এই অফার গ্রহণ করে প্রবাসীরা ও তাদের পরিবার-পরিজন হয়েছে উপকৃত। ব্যাংকের রেমিট্যান্স প্রবাহে এসেছে সাফল্যের গতি।
আপনার মতামত লিখুন