শুক্রবার, ০৩ মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

১৩ মার্চ থেকে প্রতিদিন ইউএস বাংলার ঢাকা-চেন্নাই ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২২

বেসরকারি উড়োজাহাজ চলাচল সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের চেন্নাই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া ১৬ মার্চ থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সপ্তাহে ৩ দিনের পরিবর্তে ৪ দিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বর্তমানে চেন্নাই ও মালেতে অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেন্নাই ও মালেতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট আছে।

বর্তমানে ইউএস বাংলা চেন্নাই ও মালে ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজুতে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে।

করোনার কারণে স্থগিত থাকা ব্যাংককে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। ভবিষ্যতে কলম্বো, দিল্লী, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

বিশ্বে ঝুঁকিতে থাকা ২৫ ঐতিহ্যের তালিকায় বাগেরহাট
পর্যটকদের নতুন আকর্ষণ ঝুলন্ত ব্রীজ

আপনার মতামত লিখুন