বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

জলবায়ু পরিবর্তন : বিপর্যয়ের শঙ্কায় পর্যটন কেন্দ্রগুলো

ডেস্ক রিপোর্ট
২২ জুলাই ২০২২

জলবায়ু পরিবর্তনে দিন দিন বদলে যাচ্ছে পর্যটক আকৃষ্ট করার মতো স্থানগুলো? তীব্র তাপপ্রবাহ, ধ্বংসাত্মক ঝড়, গলতে থাকা বরফ, শীর্ণকায় হয়ে আসা সৈকত-এমন নানা সমস্যায় বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে বিভিন্ন দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো।

জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা দিয়েছে স্পেনের মায়োর্কার এস ট্রেঙ্কে? ২০ শতকের মধ্যভাগে স্বৈরাচারী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনামলে সেখানে তৈরি হয়েছিল বিশালাকার কংক্রিটের বাঙ্কার, যা এতদিন লুকানো ছিল বালিয়াড়ির নিচে? কিন্তু এখন সেগুলো উপকূলজুড়ে উন্মুক্ত পড়ে রয়েছে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও ক্রমশ গ্রাস করছে এই সৈকতকে? বিশেষজ্ঞদের হিসাবে, আগের চেয়ে সৈকতটি অন্তত ৪০ মিটার ছোট হয়ে গেছে? বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের ধাক্কায় একদিন মায়োর্কার মতো আকর্ষণীয় পর্যটন সৈকতগুলো সমুদ্রগর্ভে হারিয়ে যাবে?

এরই মধ্যে বিশ্বের অনেক দেশ পর্যটনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব টের পেতে শুরু করেছে। যেমন- ক্যারিবীয় দ্বীপ বাহামা? ২০১৯ সালের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় ডরিয়ানের আঘাতে দ্বীপটি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও ধস নামে? এছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বরফ গলায় কিছু অঞ্চলে স্কি রিসোর্টেও বিপর্যয় দেখা দিয়েছে? এর অন্যতম ভুক্তভোগী আলপাইন অঞ্চল। সেখানকার অনেক স্কি রিসোর্ট কৃত্রিম বরফ ছিটিয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করছে? কৃত্রিম বরফই ইতালির উত্তরাঞ্চলীয় পর্যটন টিকিয়ে রেখেছে বলে উল্লেখ করেছেন সেখানকার পর্যটনমন্ত্রী আর্নল্ড শুলার? কিন্তু এর জন্য যে নির্দিষ্ট শীতল তাপমাত্রা প্রয়োজন, সেটিও অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।-ডয়চে ভেলে

ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ
কর্মীদের বিদ্যুৎ সাশ্রয়ী হতে বললেন ওয়ালটন হাই-টেক এমডি

আপনার মতামত লিখুন