সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

ওয়ালটন কাপ বেসবল চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক
২৫ আগস্ট ২০২২

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন কাপ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২২’। আটটি দলের অংশগ্রহণে ৭ সেপ্টেম্বর শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন রাইজিংবিডিকে বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন কাপ বাংলাদেশ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২২। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিবে। ৭ তারিখ হবে উদ্বোধন এবং গ্রুপপর্বের খেলা। ৮ তারিখ হবে সেমিফাইনাল। ৯ তারিখ বিরতি দিয়ে ১০ তারিখ হবে ফাইনাল। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ায় ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সব সময়ই বেসবলের পাশে আছে। বেসবলের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

প্রতিযোগিতার বিষয়ে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। প্রথম থেকেই চেষ্টা করেছি বেসবলকে আরও এগিয়ে নেওয়ার জন্য। নারী ও পুরুষদের জাতীয় এবং বেসবলের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। সেটার ধারাবাহিকতায় পুরুষদের এই বেসবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছি। আশা করছি একটি জমজমাট টুর্নামেন্ট হবে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

মদ আমদানি শুল্ক : পর্যটন করপোরেশন এনবিআর টানাপড়েন
সিকিমে বাড়ছে বাংলাদেশি পর্যটকদের ভিড়

আপনার মতামত লিখুন