বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

এমপি একরামের সহায়তায় ঢাকায় ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে খাবার ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২০

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশনা ও সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক হতদরিদ্রের হাতে খাবার ও মাস্ক তুলে দেওয়া হয়েছে। 

শুক্রবার সারাদিন রাজধানীর বাটা সিগনাল, কাটাবন, এলিফ্যান্ট রোড, বাংলামটর, সোনারগাঁও পান্থকুঞ্জ পার্কের পাশে, পান্থপথে এমপি একরামুল করিম চৌধুরীর এম্বাসেডর লোকমান হোসেন সাগর খাবার ও মাস্ক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির এম্বাসেডর ফরিদ বিন আকবর, ব্রাদার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভ তারা, ছাত্রনেতা জিয়াউল হক বিজয়, মাসুদ পারভেজ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া এবং হতদরিদ্রদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে সবাই ধন্যবাদ জানান। বিপদের সময়ে খাবার পেয়ে হতদরিদ্ররা সন্তোষ প্রকাশ করেছেন।

করোনা মোকাবেলার সরঞ্জাম প্রদান করল অগ্রণী ব্যাংক
করোনাকালে উদ্যোক্তাদের ভরসা 'উই', অনেকে লাখপতি

আপনার মতামত লিখুন