সাংবাদিক মুসফিকুর রহমান সুভর জন্মদিন আজ

মুসফিকুর রহমান সুভ
লেখক, সাংবাদিক, কলামিষ্ট ও দৈনিক ঢাকা রিপোর্ট এর নির্বাহী সম্পাদক মুসফিকুর রহমান সুভর জন্মদিন আজ। আজকের এই দিনেই পুরান ঢাকার ঐতিহ্যমন্ডিত এলাকা ওয়ারীতে জন্মগ্রহন করেন মুসফিকুর রহমান সুভ। দাদা বাড়ী মহাকবী কায়কোবাদের পূণ্যভূমি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে হলেও পুরান ঢাকার ওয়ারীতেই তার পৈত্রিক নিবাস, জন্ম ও বেড়ে ওঠা। পারিবারিক সূত্র ধরেই সংবাদপত্র ও প্রকাশনা শিল্পের সাথে মুসফিকুর রহমান সুভর সখ্যতা। বাবার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখরি। মুসফিকুর রহমান সুভ এখন মিডিয়াঙ্গনে এক আলোচিত মুখ। ঢাকা রিপোর্টকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি এখনও লেখা লেখির চর্চা করছেন দেশের বিভিন্ন গনমাধ্যমে। তার লেখা বেশ কয়েকটি কলাম ইতিমধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে। মুসফিকুর রহমান সুভর লেখা বেশ কয়েকটি গল্প ও উপন্যাসের বই বাজারে রয়েছে। তার লেখা বইয়ের মধ্যে সবচেয়ে পাঠকপ্রিয় দুটি বই হলো- আলোকবর্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত তার প্রথম বই মেঘ পরীর ভালোবাসার রসায়ন, ও ঢাকা রিপোর্ট পাবলিকেশন থেকে প্রকাশিত হাদির স্বপ্ন।সাংবাদিকতার পাশা পাশি সাংগঠনিক ক্ষেত্রেও রয়েছে তার সম্পৃক্ততা। মুসফিকুর রহমান সুভ মিডিয়া ফোরাম বাংলাদেশের কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সদস্য।
লেখা লেখি ও সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। দেশে কর্মসংস্থান ও অনলাইন মার্কেটপ্লেসকে ঢেলে সাজাতে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন একটি ইকমার্স সাইট সহজক্রয় ডটকম। যার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তিনি।
আপনার মতামত লিখুন