অবৈধ দখলে সৌন্দর্য হারাচ্ছে পর্যটন শহর রাঙামাটি

রাঙামাটি পর্যটন শহর হিসেবে পরিচয় লাভ করেছে বহু বছর আগেই। তাই তো প্রায় প্রতিদিন দেশ-বিদেশে পর্যটকদের আনাগোনা লেগে থাকেই। শুধু নামেই পর্যটন শহর। বাস্তবে একে বারে ভিন্ন চিত্র। অযত্ন অবহেলায় এ অঞ্চলের বিলুপ্ত হতে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য। শুধু তাই নয়, অবৈধ দখলে শহরের বেশিরভাগ সড়ক ও ফুটপাত। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আগত পর্যটকরা।
বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন চলাচলের প্রধান সড়কে। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। অভিযোগ রয়েছে, পৌর কর্তৃপক্ষের নজরদারি না থাকার কারণে ফুটপাতগুলো দখলে অবৈধ ব্যবসায়ীদের।
রাঙামাটি ঘুরে দেখা যায়, রাঙামাটি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনরূপা, কোট বিল্ডিং, নিউ মার্কেট, কে কে রায় সড়ক, কলেজ গেইট, ভেদভেদী, আসামবস্তী, ফরেস্ট কলোনি, তবলছড়ি ও রিজার্ভ বাজারসহ বেশি কয়েকটি এলাকার বেশিভাগ ফুটপাত অবৈধ দখলদারদের দখলে। শুধু তাই নয় সড়কে সড়কে জমিয়ে রাখা হয়েছে ইট, কংক্রিট ও বালি। আবার কোথাও কোথা বসানো হয়েছে ভাসমান ঠেলাগাড়ির দোকান। তাই সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে যান চলাচলের সড়কে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঘটনাও।
তাই ক্ষোভ প্রকাশ করে স্থানীয় রোকসানা আক্তার বলেন, ফুটপাতের ওপর দোকানদাররা বিভিন্ন পণ্যের প্রসরা সাজিয়ে রাখে। তাই বাচ্চারা বিদ্যালয়ে যাওয়ার সময় প্রধান সড়কের উপর দিয়ে যায়। এতে দুর্ঘটনার দুশ্চিন্তা থেকেই যায়।
এ ব্যাপারে রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, প্রশাসনের সহায়তায় বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনাগুলো উচ্ছ্বেদের পরও আবারও মানুষ এভাবে পর্যটন শহরটাকে নষ্ট করছে। এদের প্রতিহত করতে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আপনার মতামত লিখুন