জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাঙামাটির পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব

জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে রাঙামাটির পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। বেড়েছে মানুষের দৈনন্দিন খরচ। আর এর ধাক্কা লেগেছে পর্যটন খাতে। রাঙামাটিতে কমে গেছে পর্যটক। এ নিয়ে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় বেড়ে গেছে সব রুটের যানবাহনের ভাড়া। এতে মানুষের দৈনন্দিন জীবনের ব্যয়ভারও বেড়েছে। একই সঙ্গে বাড়তি দরে কিনতে হচ্ছে সব নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ফলে নেতিবাচক প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটন খাতে। যানবাহনের ভাড়া বৃদ্ধিতে পর্যটক কমেছে অনেকাংশে। পর্যটকের অভাবে অটোরিক্সা চালক, টুরিস্ট বোট চালকদের আয় কমেছে। একই দশা আবাসিক হোটেলসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
এদিকে রাঙামাটির পর্যটক ব্যবসায়ী বলছেন, স্কুল-কলেজ খোলা থাকায় আর গরমের কারণেও পর্যটকদের আনাগোনা কমেছে।
সংকট কাটাতে পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করাসহ এ খাতে ভর্তূকি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন