বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

প্রাণিসম্পদ সচিবের সঙ্গে বিডিএফএ নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
০৩ জানুয়ারি ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) নেতারা। এ সময় বিডিএফএ'র সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আলী আজম রহমানসহ অন্যরা সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নব নিযুক্ত সচিব খামারিদের উন্নয়নে সব রকম সহায়তার আশ্বাস দিয়ে বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে গড়ে উঠেছে অসংখ্য ডেইরি খামার। খামারীরা নিরলস ভাবে দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে দেশের জনগণের পুষ্টি নিরাপত্তায় অবদান রেখে চলেছেন। এই খাতে প্রান্তিক খামারীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খামারিদের সুখে-দুঃখে এক হয়ে কাজ করতে হবে। 

ওয়ালটনে ইংরেজি নববর্ষবরণ
ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন, পণ্য কেনায় ১২ শতাংশ পর্যন্ত ছাড়

আপনার মতামত লিখুন