ইভেন্ট
কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন। গতকাল সকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়া হয়।
স্থানীয়রা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ডলফিনটির ঠোঁট এবং একটি কানে ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে। পরে বন কর্মকর্তারদের নির্দেশে মৃত প্রাণীটি মাটিচাপা দেয়া হয়।
আপনার মতামত লিখুন