শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

পর্যটন সাংবাদিক সংবর্ধনা পেল ১৪ জন

ডেস্ক রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২

বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অবদান রাখায় ১৪ জন সাংবাদিকদে সম্মাননা জানানো হয়েছে। ১ এপ্রিল বিকাল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সংবর্ধনা-২০২১’ শিরোনামে ওই সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ ট্যুরিজম এক্সেপ্লোরার্স এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম। উপস্থিত বক্তব্যে তিনি বলেন, 'আগামী দিনে আমাদের দেশের পর্যটন শিল্প অনেক এগিয়ে যাবে। পর্যটন শিল্প এগিয়ে যাওয়ার মাধ্যমে এগিয়ে যাবে দেশের অর্থনীতি।'

সংবর্ধনা প্রাপ্তরা হলেন প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে: দৈনিক সমকালের সাংবাদিক মো. গোলাম কিবরিয়া, দৈনিক আজকের পত্রিকার সাইফুল মাসুম, দি মেসেজ বাংলাদেশের কাজী মোহিনী ইসলাম।

ইলেকট্রনিক মিডিয়ায় ক্যাটাগরিতে: ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. সোহেল রানা, বাংলাভিশনের কেফায়েত শাকিল, বাংলা টিভির মো. আসাদ রিয়েল, দেশটিভির আনোয়ার হোসেন, স্পাইসি টিভি নাঈম উল ইসলাম, সময় টিভির রাশেদ বাপ্পী।  

অনলাইন ক্যাটাগরিতে: বাংলানিউজ২৪. কমের মিরাজ মাহবুব ইফতি, ঢাকা পোস্ট.কমের আদনান রহমান, লাইফ-স্টাইল ট্যুরিজম ক্যাটাগরিতে দৈনিক সমকালের তৌহিদুল ইসলাম তুষার, সলো ট্রাভেল ফিচার রাইটার ক্যাটাগরিতে: রোদেলা নীলা ও স্পেশাল ক্যাটাগরিতে লেখিকা, ভ্রমণ গল্প কথা কামরুন নাহার বীথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, গ্লোবাল টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ট্রিয়াব) চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ, এফবিসিসিআই হোটেল মোটেল রিসোর্ট অ্যান্ড গেস্ট হাউজের কো-চেয়ারম্যান জালাল উদ্দিন টিপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ডিপার্টমেন্টের অধ্যাপক জহির উদ্দিন আরিফ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা জিয়াউল হক হাওলাদার,রোদসীর সম্পাদক সাবিনা ইয়াসমিন ও ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিমিটেডের সভাপতি তৌহিদা সুলতানা রুনু।

সুবর্ণ ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠন, সভপতি জিকু, সম্পাদক মিনহাজ
দক্ষিণ চট্টগ্রামজুড়ে পর্যটনের হাতছানি

আপনার মতামত লিখুন